নকল ইন্ডাস্ট্রিয়াল রিলে কার্যকর গতিতে কাজ করে না । বিধায় মেশিনের সাথে সংযোজিত অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ , যেমন- সার্কিট বোর্ড , পি.এল.সি. সেন্সর কন্ট্রোল সিস্টম ইত্যাদি নষ্ট হয়ে যায় ।
নকল রিলের দ্রুত কাজ করার ক্ষমতা নেই। যদি উৎপাদনে ক্রমানুসারে একাধিক মেশিন থাকে তবে সেখানে নকল রিলে ব্যাবহারের দরুন , সম্পূর্ণ প্রণালী আটকে গিয়ে আগুন লাগা, কন্ট্রোল সিস্টেম আটকে যাওয়া বা উৎপাদন থেমে থাকার মতো প্রচুর উদাহরণ বাংলাদেশে আছে ।
নকল রিলে একেবারেই নির্ভরযোগ্যতাহীন ।
যদি একটি নকল রিলে ঠিকমত কাজ করতে ব্যর্থ হয় তাহলে পুরো কারখানার সমগ্র বৈদ্যুতিক সিস্টেম প্রভাবিত হবে। আর যদি উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহ বেশ কিছুক্ষণ ধরে চলে তবে তা সম্পূর্ণভাবে পুড়ে যায়। আর শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড অনেক ফ্যাক্টরীতে ইতিপূর্বে হয়েছে।