Page top

Building Automation


Industrial Automation


Power Automation & Safety

Bangladesh Distributor

Promotion Contents

factory

Primary Contents

আপনি জানেন কি?

নকল OMRON পণ্য ব্যবহারের ভয়াবহতা

ফেইজ সিকুয়েন্সিং রিলে/Phase Sequencing Relay

ফেইজ সিকুয়েন্সিং রিলে ব্যবহার এর ভয়াবহতা

omron timer
নকল পণ্যের নমুনা চিত্র
Model:K8AB-PA2



ফেইজ ফেইলিওর পাওয়ার সিস্টেমের রক্ষা কবচ হিসাবে কাজ করে। নকল ফেইজ ফেইলিওর রিলে সঠিকভাবে আমাদের সাপ্লাই ভোল্টেজ এর সমস্যা শনাক্ত করতে পারে না যা অগ্নিসংযোগ এবং বিস্ফোরণের কারণ হতে পারে। নকল রিলে ব্যবহারের জন্য অন্য ফেইজ ভোল্টেজ ফল্ট হবে এবং এর কারণে মেশিন ক্ষতিগ্রস্থ হয় অথবা পুড়ে যায়।



নকল রিলে সাপ্লাই ফেইজ এর সমস্যা শনাক্ত করতে পারে না। তিনটি ফেইজ এর ভিতর যে কোন দুইটি ফেইজ এর ভারসাম্যহীনতা মোটরকে বিপরীত দিকে ঘুরাবে। এতে মোটর পুড়ে যায় ফলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।



যদি এটা ফেইজের ভারসাম্যহীনতা শনাক্ত না করতে পারে, তাহলে তা মোটরকে পরিমিত তাপমাত্রার উপরে চালিত করার কারণ হবে।উচ্চতাপের জন্য মোটরের ভেতরের তাপমাত্রা বেড়ে যায় যার ফলে মারাত্মক দূর্ঘটনা ঘটে যা জীবনহানির অন্যতম কারণ।

নকল রিলে ব্যবহার করলে তিনটি ফেইজ থেকে একনাগাড়ে ভোল্টেজ ড্রপ হতে থাকে। এর ফলে কারেন্টের খরচ বৃদ্ধি, মোটর অতিরিক্ত গরম হয়ে যাওয়া, মেশিনের কার্যক্ষমতা হ্রাস পায়, কাজেই কোন বিস্ফোরণের সৃষ্টি না হলেও কারখানার মূল্য নীরবে হ্রাস পায়।

বাংলাদেশের বাজারে নকল মডেল : K8AB ইত্যাদি।