নকল পণ্য নিম্নমানের হয়। নকল কন্ট্রোল প্যানেল ব্যবহারে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এমনকি কন্ট্রোল প্যানেলে আগুন লেগে যেতে পারে।
লুকিয়ে থাকা ঠিক কোন নকল পণ্যের জন্য মেশিন বন্ধ হয়ে যাচ্ছে তা ইঞ্জিনিয়ারদের পক্ষে বের করা সম্ভব হয় না ফলে বিভিন্ন পণ্য পরিবর্তন করেও কোন লাভ হয় না । এতে অহেতুক অপচয় হয় অর্থ ও মহামূল্যবান সময় ! শুধু তাই নয়, এতে জীবনহানির মতো মারাত্মক ঘটনাও ঘটতে পারে।
নকল তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র সঠিক ভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। যার ফলে গুরূতর বিস্ফোরণ ঘটে। এই অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে বয়লার বিস্ফোরণ বাংলাদেশে প্রায়ই দেখা যায়।
নকল পণ্য তার গায়ে লেখা রেটিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না । তাই এগুলো ব্যবহারের কারণে প্রডাকশন মেশিন, লিফট বা পাম্প যেকোন মুহূর্তে বন্ধ বা নষ্ট হয়ে যেতে পারে । বিপন্ন হতে পারে মানুষের জীবন !