নকল টেম্পারেচার কন্ট্রোলার/Temperature Controller ব্যবহার এর ভয়াবহতা
নকল পণ্যের নমুনা চিত্র Model: E5CB-R1P
নকল তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র সঠিক ভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে না। যার ফলে গুরূতর বিস্ফোরণ ঘটে। এই অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে বয়লার বিস্ফোরণ বাংলাদেশে প্রায়ই দেখা যায়।
নকল তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র পি.আই.ডি কন্ট্রোলার এর ধাপগুলোর মধ্যে পার্থক্য সঠিকভাবে শনাক্ত করতে পারে না,যেটা তাপমাত্রা নিয়ন্ত্রণের সাথে যুক্ত। এটাও বয়লার বা অন্যান্য তাপসংবেদিযন্ত্র দূর্ঘটনার অন্যতম কারণ হিসাবে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।
প্যাকেজিং সিস্টেম এর টেম্পারেচার কন্ট্রোলার যদি সিলিং ক্ল্যাম্প এর তাপমাত্রা সঠিকভাবে নির্ধারণ করতে না পারে তবে প্যাকেট টি খোলা থেকে যাবে বা প্যাকেজিং সঠিক ভাবে হবে না । নিম্নমানের এবং নকল টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহারে এই সমস্যা দেখা দিতে পারে।